দোকানের কর্মচারী হতে কোটিপতি শ্যামল সাহা সহ পলাশবাড়ী সাহাপট্টির কয়েক বাবু

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরের কালীবাড়ী বাজারের সাহাপট্টির বাসিন্দা মৃত ধারু সাহার পরিবার একসময় যে পরিবারটির অভাব অনঠনে মধ্যে জীবন যাপন ছিলো সকলের জানা। আজ পরিবারটির অর্থ বিত্ত ও সম্পদের মালিক বনে গেছেন চোড়াই পথে আসা ভারতীয় শাড়ী ও অন্যান্য বস্ত্রাদি বিক্রি ও বাজারজাত করে। অবৈধ ভাবে হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করেন বলেন জানা যায় লোক মুখে এর বিনিময়ে তিনি ভারতীয় শাড়ী আমদানি করে থাকেন। সে গুলো নিজের ব্যবসা প্রতিষ্ঠান গুলো হতে খুচরা ও পাইকারি ভাবে ব্যবসা চালিয়ে আসছেন। এভাবে ব্যবসা চালিয়ে অল্প দিনের মধ্যে পরিবারটি ব্যাপক অর্থ সম্পদের মালিক বনে গেছেন।
কাপড় ব্যবসায়ি শ্যামল চন্দ্র সাহা ও নির্মল চন্দ্র সাহা সাহাপট্টির মৃত ধারু সাহা ছেলে। সাহাপট্টির ভিতরে সব চেয়ে দরিদ্র পরিবার টিকে নিরব ভাবে ইন্ডিয়ার কাপড়ের অবৈধ ভবে ব্যবসা চালিয়ে আজ গোল্লা হতে রসগোল্লায় রুপ নিয়েছে বিত্ত বৈভ সমৃদ্ধ সম্পদ কালীবাড়ী বাজারে তাদের ২ টি বাড়ী তিনতলার, দুই ভাই মিলে বিশাল বড় বড় দোকান রয়েছেন ৩ টি দোকান যার একটি সাহাপট্টিতে একটি কালীবাড়ী জনতা ব্যাংক রোডে অপরটি হাইস্কুল মার্কেটে যেখানে হতে খুচরা পাইকারি ভাবে অবৈধ ভাবে চালিয়ে আসছে তারা ভারতীয় শাড়ী ব্যবসা। নিজ আদি বাড়ীতে এ সব ভারতীয় শাড়ী রাখার গোপন গোডাউন রয়েছে তাদের । ভারতীয় শাড়ী আমদানির অভিযোগে একাধিকবার আইনশৃংখলা বাহিনীর পক্ষ হতে অভিযান করা হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে।
এছাড়াও সাহাপট্টিতে আরো কয়েকজন ব্যবসায়ি রয়েছে যারা বৈধ ব্যবসায় অবৈধভাবে লাভ বান হয়েছেন গড়ে তুলেছেন অট্টালিকা ও সম্পদ। একসময় যারা মেকার ও সোনার অলঙ্কার গড়ার শ্রমিক ও ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি হিসাবে ছিলেন তারা আজ রসগোল্লায় টুপুটুপ প্রায়।
শ্যামল সাহা বলেন, এসব বিষয় সত্য নয়, আমি আমার জীবনে কখনো অবৈধ ব্যবসা করি নাই। ব্যবসায় অধিক পরিশ্রমের ফলে আজ একটু স্বচ্ছল ভাবে চলছি।
উল্লেখ্য,সনাতন হিন্দুধর্মালম্বীদের একটি বিশাল অংশের নেতা হিসাবে সংখ্যালঘুর সাইনবোর্ড কে পুঁজি করে তাদের এই অল্প সময়ে সম্পদের পরিবর্তন হওয়ার বিষয়টি জনমনে নানা ধরণের প্রক্রিয়ার সৃষ্টি করেছে। যাদের রয়েছে ভারতের আত্মীতার বন্ধন তাদের কাছে হুন্ডির মাধ্যমে নিরবভাবে কৌশলে বাংলাদেশের অর্থ পাচার করছে এই চক্রটি। এজন্য পলাশবাড়ীর কালিবাড়ীস্থ সাহাপট্টি র বাবুদের বিষয়ে সরেজমিনে তদন্ত প‚র্বক তাদের বর্তমান অর্থে উৎস কি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ।
