পঞ্চগড় প্রতিনিধিঃ
রুপকল্প ২০২১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সক্ষমতা প্রদান বিষয়ে দিনব্যাপী প্রদশর্নী মেলা আজ সোমবার প গড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়নের সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পরস্পর দিনব্যাপী এ প্রদশর্নী মেলার আয়োজন করে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প গড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা আব্দুল মান্নান .অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকী প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেআনুষ্ঠানিকভাবে দিনব্যাপী প্রদশর্নী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় প্রদর্শনীর মেলার ষ্টল খুরে দেখেন,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসানসহ গণমাধ্যম কর্মীরা।
এতে প্রদর্শনীর মেলার স্টলে নাগরিক সক্ষমতা বৃদ্ধি, সামাজিক প্রকল্প গ্রহণ, কারিগরি সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের পোস্টার, প্রচারপত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম