6:00 AM, 13 November, 2025

শিশুর জন্ম নিবন্ধন নিশ্চতকরণ বিষয়ে গাইবান্ধায় গণ শুনানী অনুষ্ঠিত

Gaibandha Pic-02 (33)

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
শিশু সুরক্ষা কর্মসূচির আওতায় জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চতকরণ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আজ ২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে এক গণ শুনানী অনুষ্ঠিত হয়। ইউনিসফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণ শুনানীর আয়োজন করে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপিতত্বে গণ শুনানীতে প্রধান অতিথ ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ রোখছানা বেগম। গণ শুনানীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপেজলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা কোঅডির্ন্ট এলিজসি মো. আব্দুল হালিম মিয়া, জেলা রেজাল্ট মনিটরিং এক্সপার্ট সুজন ওয়েলিস, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ প্রমুখ। গণ শুনানীতে জনপ্রতিনিধি, ইউনিনের সর্বস্তরের মানুষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।