আমতলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন পালিত

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা আমতলীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি এ্যাড. এম এ কাদের মিয়া, আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মৃধা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী মোঃ কামাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান, যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, সাংগঠনিক সম্পাদক আঃ সোবাহান লিটন, ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম প্রমুখ।
সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন আমতলী সরকারী একে হাই স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওঃ আঃ খালেক।
