8:13 AM, 13 November, 2025

গাইবান্ধায় বন্যাদূগর্তদের গৃহ মেরামত ও গবাদি ক্রয় বাবদ আর্থিক সহায়তা

Gaibandha Pic-01 (36)

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থমানুষদের গৃহ মেরামত, গবাদি পশু ক্রয় ও কৃষি পুনর্বাসনে বীজ ক্রয় সহায়তা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার জেলা শহরের আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে দুই শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলার নোটারী ক্লাব গাইবান্ধা-৩২৮১ এর উদ্যোগে সদর উপজেলার বন্যাদূর্গতদের পুনবাসন কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নোটারী ইন্টারন্যাশনালের ডেপুটি গভর্ণর সানোয়ার হোসেন নওরোজ, নোটারী ক্লাবের গাইবান্ধা জেলা সভাপতি সুদেব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, সাইদুর রহমান বাবু, সাইদুর প্রামানিক, এ.কে.এম মফিদুল আলম, মোঃ রফিকুল ইসলাম, শাহজাদা আনোয়ারুল কাদিরি, আনোয়ার হোসেন কারিদি ফুল, নওশের আলম, প্রতাপ ঘোষ ও লতিফ হক্কানী প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার ১শ’ দুঃস্থ পরিবারকে বসতবাড়ী মেরামতের জন্য প্রতিটি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা, ৫১টি পরিবারকে কৃষি পুনর্বাসনে বীজ ক্রয়ের জন্য ১ হাজার টাকা ও গবাদি পশুর খাদ্যর জন্য ৫১টি পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।