8:13 AM, 13 November, 2025

বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

FB_IMG_1569602146478
বরগুনা সংবাদদাতাঃ
সারাদেশের ন্যায় বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এবং আবাসিক হোটেল,হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্বদেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো.মোস্তাইন বিল্লাহ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহববু আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইছহাক বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক মুসফিক আরিফসহ স্থানীয় মিডিয়া কর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীরা।