কাজী সাইফুল(পঞ্চগড়) প্রতিনিধি:
দেবীগঞ্জে এবসর জাম্বুরার ফলন ভালো হয়েছে।এটি দেখতে সবুজ রং এর অনেকটা বলের মত ।ভিতরের কোষগুলো দেখতে লাল,টক ও মিষ্টির সংমিশ্রণ স্বাদ।আগে গ্রামের ছেলেদের জাম্বুরা দিয়ে বল খেলতে দেখা যেত।জাম্বুরা বাজাওে সেরকম বিক্রি হত না।বর্তমানে প্রতিটি জাম্বুরা ৫-১৪টাকায় বাজাওে বিক্রি হচ্ছে।প্রতিদিন দেবীগঞ্জে জাম্বুরার হাট বসে,ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামে গ্রামে গিয়ে মালিকদের নিকট থেকে খরিদ করে দেবীগঞ্জ বাজারে নিয়ে আসে দেবীগঞ্জ বাজারে । দেবীগঞ্জে অপেক্ষামান ঢাকা এবং এর পাশর্^বর্তী জেলার পাইকাররা জাম্বুরা কিনে ট্রাক লোড দিয়ে নিয়ে যাচ্ছে শহরগুলোতে ।প্রতিদিন দেবীগঞ্জ থেকে ২-৩ হাজার পিছ জাম্বুরা কেনা -বেচা হয় । আগের দিনে মানুষ বাড়ির পাশের্^ জাম্বুরার গাছ লাগিয়েছিল শখ করে খাওয়ার জন্য, কিন্তু বর্তমানে জাম্বুরা বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি হচ্ছে ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম