কৃষি ঋণ মওকুফের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
কৃষকদের সুদসহ কৃষি ঋণ মওকুফের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গাইবান্ধা জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।
সংগঠনের জেলা সভাপতি মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, আবু বকর সিদ্দিক স্বপন, শাহজালাল সরকার খোকন, আব্দুল হাই, এসএম কামাল হোসেন, জাহেদুন্নবী তিমু, মাহফুজার রহমান রানা, জাহিদ হাসান, ফারুক আহমেদ, মাসুদ রানা, রাহী হোসেন প্রমুখ। মানববন্ধনটি স ালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, এ বছর বন্যায় কৃষকরা সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাদেশের কৃষকরা তাদের প্রধান ফসল ধানের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ হয়েছে। তার মধ্যে বন্যার কারণে কৃষকরা তাদের বাঁচার শেষ সম্বল টুকু হারিয়ে ফেলেছে। তাই বক্তারা কৃষকদের বেঁচে থাকার স্বার্থে তাদের নামে গৃহীত সকল কৃষি ঋণ সুদসহ সংশিষ্ট ব্যাংক ও এনজিও পরিচালনা পরিষদের প্রতি মওকুফের দাবি জানান।
