দিনাজপুরে বোরো ধান বাম্পার ফলনের সম্ভাবনা

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ
দিনাজপুরে আমন ফসল ক্ষতিগ্রস্থ হওয়ায় কৃষি ফসল পুষিয়ে নিতে বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা। জেলার নিম্নবিত্ত মধ্যবিত্ত ও প্রান্তিক শ্রেণির কৃষকেরা আশা নিয়ে রোপণ করেছিল আমন ধান।এই ধান কৃষকের ৬ মাসের খাবারের যোগান দেবে। ধান থেকে চাল উৎপাদন করে অবশিষ্ট শস্য বিক্রি করে পরিবারের অন্য চাহিদা মিটাবে কৃষকের কষ্টের উপার্জিত ধান ফসল।খোজ নিয়ে জানা গেছে, দিনাজপুর জেলা ধান উৎপাদনে প্রতি বছর রেকর্ড পরিমাণ উৎপাদন করে থাকে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রনোদনা হিসেবে বিনামুল্যে সার বীজ বিতরন করা হয়েছে। কৃষকদের তালিকা প্রণয়ন করে দেয়া হয়েছিল প্রণোদনা ও সার বীজ সহায়তা। ওই ক্ষতিগ্রস্থ অবস্থা থেকে ফিরে দাড়াতে চলতি মৌসুমে বোরো চাষে মাঠে নেমেছে উৎপাদনমুখী কৃষকেরা।শুরুতেই কৃষি বিভাগের পক্ষ থেকে বোরো ধানের ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ বিনাম‚ল্যে বীজ সার প্রদান বোরো ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা পালন করেছে বলে কৃষকেরা জানান। এ রিপোর্ট সংগ্রহের জন্য জেলার সদর, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল, খানসামা এলাকা ঘুরে দেখা গেছে কৃষকেরা ফসল উৎপাদনে নিয়েছে বলিস্ট পদক্ষেপ।নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহেবুর রহমান দাউদপুর ইউনিয়নে বøকের কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফাত্তাউজ্জামান জানান, রোপনের পর কৃষকেরা যথাযথ সেচ কার্যক্রম পরিচালনা করছে।এরপর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকায় সেচ দিতে কোন সমস্যা হচ্ছে না। ৪নং শালখুরিয়া ইউনিয়নের পচা করঞ্জি গ্রামের আজিজার রহমান, আব্দুল কাদের, শওগুনখোলা গ্রামের লোকমান হাকিম, হারুনুর রশিদ, বিনোদনগর গ্রামের বাবুল মিয়া, নুর শামীম, মোহাম্মদ আলী, রবিউল ইসলাম তারা জানায়, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোরো বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
