3:26 AM, 13 November, 2025

দেবীগঞ্জে ১৫দনি ব্যাপী গাভী পালন প্রশক্ষিণ ক্যাম্প উদ্বোধন

IMG_20190415_223041_crop_300x150

কাজী সাইফুল

দেবীগঞ্জ প্রতিনিধি,পঞ্চগড়ঃ

“উত্তর বঙ্গের ০৭টি জেলা যেমন পঞ্চগড় , নীলফামারী , রংপুর , লালমনিরহাট , কুড়িগ্রাম , গাইবান্ধা ও নাটোর জেলার বেকার যুবাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি” শীর্ষক প্রকল্পের (২য় পর্ব) আওতায় ভ্রাম্যমান প্রশিক্ষণ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং পল্লীসমাজের উদ্যোগে (১৫/০৪/১৯ থেকে ৩০/০৪/১৯ইং পর্যন্ত) ১৫ দিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
১৫এপ্রিল সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার এর মিল চাতালে এ প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ:মালেক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার , উপজেলা লাইভস্টুক অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইহলাম , ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আছাদুল ইসলাম ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পল্লী সমাজের সভাপ্রধান ফিরোজা বেগম সহ অন্যান্য সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। ১৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে পল্লী সমাজের ২৫ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহণ করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শুধু প্রশিক্ষণ নিয়ে বাড়ী বসে থাকলে চলবে না প্রশিক্ষণকে বাস্তবে রূপান্তর করতে হবে এবং বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, মাদক ও জুয়া প্রতিরোধ সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান বলেন গ্রামের অসহায় ও পিছিয়ে পড়া বেকার নারী পুরুষকে স্বাবলম্বী করতে আমাদের আজকের এই আয়োজন।