6:35 AM, 13 November, 2025

সুন্দরগঞ্জের ১৪৭৫ কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

mp sundorgonj

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে খরিপ-১’ ২০১৯-২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে বীজ ও স্যার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল ১২ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ’র সভাপতিত্বে উদ্বোধনকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এস. এম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম প্রমুখ।
এ মৌসুমে ধানের বীজ ৫, ডিএপি স্যার ১৫ ও এমওপি স্যার ১০ কেজি করে মোট এক হাজার চার’শ ৭৫জন কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ।