আগামী ২ অক্টোবর বরগুনায় সার্কিট হাউজ মাঠে দিনব্যাপী ইলিশ উৎসব

বরগুনা প্রতিনিধিঃ
আগামী ০২ অক্টোবর বরগুনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ইলিশ উৎসব ২০১৯। দিনব্যাপি ইলিশ উৎসবে থাকছে র্যালি, আলোচনা সভা, ইলিশের উপরে ডকুমেন্টারি, সাধারণ জ্ঞানের প্রতিযোগীতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইলিশের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শনী।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশখালী, বলেশ্বর ও পায়রা নদীসহ বঙ্গোপসাগরের তাজা ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা। থাকছে ইলিশের তৈরি বিভিন্ন রকমের খাবারের আয়োজন।
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পন্য ইলিশের অধিক প্রচার ও প্রসারের জন্যই আয়োজন করা হচ্ছে ইলিশ উৎসবের। এছাড়া এই উৎসবের মাধ্যমে ইলিশের প্রধান প্রজনন মৌসুম আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২২ দিন জেলেদের ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য প্রচারণা চালানো হবে।
দেশের সর্বদক্ষিনের উপকূলীয় জেলা বরগুনায় প্রথমবারের মতো উৎসবটি আয়োজন করছে জেলা প্রশাসন ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম। আর এ দিনব্যাপি অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন আমন্ত্রণ জানিয়েছেন সব শ্রেণিপেশার মানুষকে।
