3:40 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে গ্রাহক সচেতনতার লক্ষ্যে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

Golapganj News pic 1

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন গোলাপগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে সামনে রেখে গ্রাহকদের বিশেষ সেবা দেওয়া। গ্রাহক হয়রানি নির্মূল ও দালাল প্রতিরোধের মাধ্যমে উত্তম গ্রাহক সেবা প্রদান, নিরবচ্ছিন্ন ও মান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, রাইট-অফ-ওয়ে বাস্তবায়ন, পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ, বিদ্যুৎ চুরি, পার্শ^ সংযোগ হ্রাসকরণ ও বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ করা। এ ছাড়াও বিদ্যুৎ ব্যবহারকালে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা প্রতিরোধ কীভাবে করা যাবে আলোচনা হয় তা নিয়েও। বৈঠকে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পৌর কাউন্সিলর জামাল আহমদ জানালের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মামুন-অর-রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের পি.ইউ.সি খোরশেদ আলী, ইন্সপেক্টর নুরুল আমীন। বক্তব্য দেন এলাকার বিশিষ্ট মুরব্বি মখলাছ মিয়া, মনির আলী। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ইলেক্ট্রেশীয়ান বাহার আহমদ জালাল, আব্দুল মালেক, সাইফুল ইসলাম, লিটন বিশ্বাস, তরুণ সমাজকর্মী আফছার আহমদ, আফজল আহমদ, কামরান আহমদ, আব্দুল আহাদ, ফখর আহমদ, কয়েছ আহমদ, মসব আলী, আসব আলী প্রমুখ।