বীরগঞ্জে অগ্নিকান্ডে ২১ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টেউটিন, সাড়ে ৯৪ হাজার টাকা ও ৬৩০ কেজি চাল বিতরণ

মোঃ তোফাজ্জল হোসেন
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদে আজ বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১জন পরিবারের মাঝে ২১ বান টেউটিন, সাড়ে ৯৪ হাজার টাকা ও ৬৩০ কেজি চাল বিতরন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ সহ আরো অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবাররা হলো- মোহাম্মদ ইউনিয়নের ৩জন, ভোগনগর ইউনিয়নের ১৫ জন, মোহনপুর ইউনিয়নের ২জন ও মরিচা ইউনিয়নের ১জন।
