6:23 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে শ্রমিকদলের মানববন্ধন

IMG_20190925_113830
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে শ্রমিকদলের মানববন্ধন
 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলা শ্রমিকদল।
বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শ্রমিকদল ও জেলা বিএনপির শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  তৈমুর রহমান, সহ-সভাপতি সুলতান ফেরদৌস নম্র চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদৎ হোসেন সহ শ্রমিকদল ও জেলা বিএনপির নের্তৃীবৃন্দ।
বক্তরা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জনাব আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. আনছারুল হক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য জনাব মো. জাফরুল্লাহ্, অধ্যাপক জনাব মো. দেলোয়ার হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা, কর্মী ও সদস্যবৃন্দ।