অনৈতিক কার্যকলাপের অভিযোগে বরগুনা আবাসিক হোটেল মিতা সিলগালা

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা টাউন হল উকিলপট্টি রোডের
পাশে মিতা (আবাসিক) হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন হোটেলটি বন্ধ করে দেন।
জাকির হোসেন জানান, হোটেল মিতা আবাসিক হোটেলের নামে নারী দিয়ে অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছিল। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় হোটেলটি সিলগালা করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
