11:26 AM, 13 November, 2025

বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকরঃ আহসানুল ইসলাম টিটু এমপি

nagarpur photo (1)

আল-তুহিন আজাদ
নাগরপুর, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার ) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেছেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে আধুনিকায়নের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতিটি শ্রেণীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রতিটি শ্রেণী কক্ষকে মাল্টিমিডিয়ার আওতায় আনা হচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয় সমূহে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কোন জাতিকে উন্নত করতে হলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে আগে উন্নত করতে হবে। আর এজন্যই তিনি প্রাথমিক শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছেন। আপনাদের কাজ হবে প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারি শিক্ষা অফিসার মো.ফরহাদ আলী, আসাদুজ্জামান চৌধুরি, শিপ্রা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল হক মুকুল, সাধারন সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ। এ সময় বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।