11:14 PM, 12 November, 2025

ছাত্রদলের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

chatra-dal

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সেই সঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে এ বিষয়ে সাতদিনের মধ্যে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বিথি সোমবার (২৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে বিএনপির ১০ শীর্ষ নেতা সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে নোটিশ দিয়েছিলেন আদালত।

মামলার অভিযোগে আমানউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে থাকতে পারে না। সে অনুযায়ী ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছিলেন ছাত্রদল তাদের অঙ্গ সংগঠন নয়। বিএনপি পঞ্চম কাউন্সিলে তা পাস করেছিল। চলতি বছরের ৩ জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সংবাদ সম্মেলন করে ছাত্রদলের কমিটি ভেঙে দেয়। ৯ জুন মির্জা ফখরুল নিবার্চন চালানোর জন্য তিনটি কমিটি গঠন করেন। ২২ জুন ছাত্রদলের ১২ জনকে বহিষ্কার করেন। যা সম্পন্ন বেআইনি।