8:10 AM, 13 November, 2025

সিরাজগঞ্জে ধইঞ্চা ক্ষেতে মিললো তরুণীর গলিত লাশ

dhoincha

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৮-১৯ বছর হবে বলে পুলিশের ধারণা।

আজ ২৩ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চর ঘাটিনা রেল সেতুর পাশের ধইঞ্চা ক্ষেতে পড়েছিলো মেয়েটির লাশ। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মেয়েটির পরনে লাল রঙের কামিজ  ও কালো রঙের সালোয়ার ছিল। তার বয়স ১৮-১৯ বছর হতে পারে।

উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়েটিকে ৪/৫ দিন আগে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। লাশটি ফুলে যাওয়ায় এর শরীরে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন আছে কিনা তা-ও বোঝা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।