3:37 PM, 13 November, 2025

ফুলছড়িতে ৪ ঘন্টার ব্যবধানে বয়োবৃর্দ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

download

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে একই দিনে চার ঘন্টার ব্যবধানে বয়োবৃর্দ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নজর আলীর স্ত্রী ছকিনা বেগম (৭৫) গত শনিবার বিকেল সাড়ে ৪টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার দাফন সম্পন্ন না হতেই ওইদিন রাত সাড়ে ১০টার দিকে একশ পাঁচ বছর বয়সী নজর আলীও ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি —— রাজেউন)। গতকাল রোববার সকালে একই স্থানে তাদের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বয়োবৃর্দ্ধ স্বামী-স্ত্রীর একই দিনে মৃত্যুতে মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। ওই গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সাগর জানান, স্বামী স্ত্রীর একদিনে মৃত্যুর ঘটনাটি বিরল। তাদের এক সাথে মৃত্যুর বিষয়টি এলাকার লোকজন শুভ লক্ষণ হিসেবেই দেখছেন।