6:57 AM, 13 November, 2025

ঠাকুরগাঁও জেলা বিএনপি, মহিলা দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধন অনুষ্ঠিত

70846618_1132071150515711_5958623251767754752_n

মো: মোতাহার হোসেন, ঠাকুরগাঁও:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দল। রবিবার সকালে জেলা মহিলা দলের আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।মানববন্ধনে বিএনপির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যেরিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।আর ও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান উপস্থিত ছিলেন কেদ্রিয় কমিটির সাদাস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌঃ সহ প্রমুকঃ এসময় আরো বক্তব্য রাখেন দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা আরো বলেন হাত দিয়ে যেমন সূর্যকে ঢেকে পৃথিবীকে অন্ধকার করা যায় না তেমনি জোর করে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা যাবে না। এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন খালেদা জিয়া আজ কারাগারে গুরুতর অসুস্থ, তাই তার নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর সেই কর্মসুচি শুরু হবে জাতীয়াতাবাদী দলের মহাসচিবের নিজ জেলা থেকে।