5:15 PM, 13 November, 2025

বরগুনা প্যান্ট সেলাইয়ের নাম করে দর্জির মেয়েকে ধর্ষণ

FB_IMG_1569126020708
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় নলটোনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাগ্নে আলামিন (১৮) বিরুদ্ধে।
আলামিন আজগর কাঠি গ্রামের ওয়ারেজ হাওলাদারের ছেলে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, আমার মায়ের একটি কাপড় সেলাইয়ের মেশিন আছে। শুক্রবার দুপুর দু’টার সময় আমার মা ঘরে ছিল না। এমত অবস্থায় আলামিন একটি প্যান্ট সেলাইয়ের নাম করে ঘরে ঢুকে জোরপূর্বক ভাবে আমাকে ধর্ষণ করে। আমি ডাক চিৎকার করলে আমার মা ছুটে এলে আমার মাকে ধাক্কা দিয়ে আলামিন পালিয়ে যায়।
এ বিষয়ে ১০ নং নলটোনা ইউনিয়ানের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আলামিন আমার আপন ভাগ্নে নয়, ঘটনাটি শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং ধর্ষণের শিকার ওই ছাত্রী কে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি। অভিযুক্ত আলামিনকে আটক করে থানায় হস্তান্তর করার জন্য সকল গ্রাম পুলিশকে নির্দেশ দিয়েছি।
ধর্ষণের শিকার ওই মেয়েটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।