1:28 PM, 13 November, 2025

তালতলীতে আন্তর্জাতিক নদী দিবস পালিত

received_818385001892809
বরগুনা সংবাদদাতাঃ
বিশ্ব নবী দিবসের অঙ্গীকার রুখে দাও খাও নদীর দূষণকারী দখলদার। এই শ্লোগানকে সামনে রেখে, নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর তালতলী তালতলী উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নদী দিবস মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, সমাজ সেবক মনির মাঝি, গোলাম মাওলা, উপজেলা নোঙর সদস্য রাফিউল ইসলাম হাইরাজ,নোঙর এর প্রতিনিধি মল্লিক মো জামাল,  সকিনা কোষ্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ রবিউল ইসলাম, নিদ্রা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কড়ইবাড়ীয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শফিুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তৃতাকালে বক্তারা বলেন নদী মার্তৃক বাংলাদেশ। এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছে হাজারও মানুষ। কিছু অসাধু, অসচেতন মানুষের জন্য নদী আজ বিপন্নের পথে। এর প্রভাবে প্রতিবছরই কোনা না কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই আগে নদীকে রক্ষা করতে হবে, নদী রক্ষা পেলে মানুষও রক্ষা পাবে।