পলাশবাড়ীতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একজনের ৬ মাসের কারাদন্ড

আশরাফুল ইসলাম,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এইচ এস সি পরীক্ষার্থী কলেজ পড়ুয়া ছাত্রী কে যৌন হয়রানির অভিযোগে রাজু আকন্দ (৪০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ ১০ এপ্রিল বুধবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আরিফ হোসেন ভ্রাম্যমান আদালতে যৌন হয়রানী অভিযোগের সাক্ষ্য প্রমান শেষে আটককৃত রাজু আকন্দ (৪২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত রাজু আকন্দ (৪০) পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।
