10:00 AM, 13 November, 2025

দেবীগঞ্জে শেখবাধা দাখিল মাদরাসার চারতলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

IMG_20190919_172815-300x150

কাজী সাইফুল,দেবীগঞ্জ,

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সম্প্রসারিত চারতলা-ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

১৯সেপ্টেম্বর(বৃহস্পতিবার )বিকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অত্রবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, এসময় চিলাহাটী ইউনিয়নের৮ং ওয়াডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দও অত্র বিদ্যালয়ের সুপারিন্টেনডেন্ট সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। ভিত্তি স্হাপন শেষে বিশেষ মুনাজাত করা হয়।