পাথরঘাটায় প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ ও স্মরকলিপি পেশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় শেখ রাসেল স্কয়ারে সামনে পাথরঘাটা উপজেলা থেকে আগত শিক্ষক এ মানববন্ধন করেন। শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মোঃ ছগির হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আখতারুজ্জামান বাদল, সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান, মোঃ সরোয়ার হোসেন, মোঃ দুলাল গাজী সহ আরও অনেক সিনিয়র শিক্ষক নেতৃবৃন্দরা।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
