9:45 AM, 13 November, 2025

বরগুনার রিফাত হত্যা মামলার পলাতক ৯ অভিযুক্তর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

IMG_20190918_171937
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত, এ মামলায় পলাতক নয় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ চার্জশিট গ্রহণ করেন।
এ বিষয়ে মামলার বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বলেন, শুনানি শেষে আদালত রিফাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে এ মামলায় অভিযুক্ত পলাতক নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এ মামলার চার্জ গঠনের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওইদিন সব অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মামলা শুনানির আগে অভিযুক্ত সাগর, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, হাসান, রাফিউল ইসলাম রাব্বির জামিনের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।