6:55 AM, 13 November, 2025

২০২২ ফুটবল বিশ্বকাপ মাঠে বাংলাদেশের তরুণরা স্বপ্ন জয়ের আশায়

AFC-U16 Qatar.
ক্রিড়া প্রতিবেদকঃ মোঃ আলী আকবর রনী।

এএফসি অনুদ্ধ-১৬ চ্যাম্পিয়নশীপ ম্যাচ খেলার জন্য বাংলাদেশের অনুদ্ধ-১৬ ফুটবল দল আজ মাঠে নামছে ২০২২ ফুটবল বিশ্বকাপ মাঠে আয়োজক শক্তিশালী কাতারের বিপক্ষে স্থানীয় সময় রাত ১০টার সময়।

এ যেন এক স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কারণ যে মাঠে বিশ্বের বাঘা বাঘা, নামিদামী ফুটবল স্টার দৌড়াবেন সেই মাঠেই বাংলাদেশের ফুটবল ভবিষ্যতে মাঠে নামবেন।

আজকের এ.এফ.সি অনুদ্ধ-১৬ এর প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী এবং আগামী বিশ্বকাপ আয়োজক দেশ কাতারের বিপক্ষে। বাংলাদেশের গ্রূপে অন্য প্রতিপক্ষগুলো শক্তিশালী ইয়েমেন এবং ভূটান। কাতার এবং ইয়েমেন তাদের দলটিকে বেশীরভাগ খেলোয়ারই নতুন নাগরিত্ব দেওয়া আফ্রিকানদের নিয়ে গড়া। তাদের দেহের গঠন এবং শক্তির দিক থেকে বাংলাদেশের তরুনা অনেক পিছিয়ে।

বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন এর সাথে আজকের ম্যাচের আলাপকালে জানান, “আমাদের দলটি নতুন এবং খুবই তরুণ, অপরদিকে কাতার দলটি খুবই শক্তিশালী এবং ব্যালেন্স দল। তবু আমাদের ছেলেদের উপর বিশ্বাস আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, ইনশাআল্লাহ্ খেলাটি প্রানবন্ত এবং একটি ভাল ফলাফল পেতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবগুলো ম্যাচই ভাল খেলা উপহার দিতে পারি এবং আল্লাহর রহমতে যাতে একটি ভালো ফলাফল নিয়ে দেশের মাটিতে যেতে পারি।

বাংলাদেশ দলের প্রধান কোচ এর দায়িত্ব পালন করছেন “রবার্ট মারটিন রিয়েলস।
সহকারী কোচঃ আবুল হোসেন এবং জাহান ই আলম নূরী।

টিম লিডার হিসেবে আছেন- বিজন বরুয়া, সহঃ টিম লিডার হিসেবে আছেন- অমিত খান শুভ্র, টিম ম্যানেজার হিসেবে- মোঃ মহসিন

বাংলাদেশ দলের খেলোয়ার তালিকাঃ
গোলরক্ষকঃ মোঃ মেহেদী হাসান, মোঃ রাফসান জেমী মিম, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষনভাগঃ জনি সিকদার, হাফিজুর রহমান তুষার, মোঃ রবিউল আলম, অপূরর্ব মালি, মোহাম্মদ আজিজুল হক অনন্ত, কাজীরুল ইসলাম হৃদয়

মধ্যভাগঃ সায়েদ নাঈম আহম্মেদ, মোঃ ইমন ইসলাম বাবু, সিরাজুল ইসলাম রানা, সাজেদ হাসান জুম্মন নিজুম, মোঃ আলী সাকিব, মোঃ সাইফুল ইসলাম ‍সুমন, আসাদুল মোল্লা, সাইফু ইসলাম সিফাত

আক্রমণ ভাগঃ মোঃ পিয়াস আহম্মেদ নোভা, আল মিরাদ, মোঃ সাব্বির আহম্মেদ মনি, মোঃ মনিরুল ইসলাম মনি।