3:49 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে মাঠে মাঠে আমনের সবুজ সমারোহ

pic-2

মোঃ রুবেল আহমদ, গোলাপগঞ্জ থেকে ঃ যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মাঠের পর মাঠ সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধান ক্ষেতের মাঝে। এছাড়া বাজারে ধানের দাম পাওয়া যায় না। তার পরেও থেমে নেই কৃষক। খালি নেই এক কাটা জমিও। ঘরের ধানের ভাত খাবেন এই আশায় কষ্ট করে চাষ করছেন রোপা আমন।
উপজেলার বিভিন্ন এলাকার সবুজ ধান ক্ষেত জানান দিচ্ছে সবুজের সমারোহের। এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ জুঢ়ে শুধু সবুজ আর সবুজ ধানের চারা। মাত্র এক মাস আগে আমন চারা রোপন করেছেন এ অ লের কৃষক। এক মাসের ব্যবধানে বেড়ে উঠেছে আমন চারা। একমাত্র বৃষ্টির পানি ছাড়া কোন সংকটে পড়তে হচ্ছেনা কৃষকদেরকে। সার, কীটনাশক সংকট না থাকার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ কৃষকদের আমন চাষে গতি বাড়িয়েছে আরো একধাপ।
উপজেলার ছত্রিশ গ্রামের কৃষক আব্দুল হক জানান, একমাত্র বৃষ্টির পানি ছাড়া কোন সংকটে পড়তে হচ্ছেনা। এক মাসের মধ্যে চারা বেশ বড় হয়েছে।
উপজেলার শেরপুর গ্রামের সামসুদ্দিন মিয়া বলেন, বোরো চাষের লোকসান পুষিয়ে নিতে আমার সবটুকু জমিতে আমন চারা রোপন করেছি। আশা করছি আশ্বিন মাসের শেষ সপ্তাহে নতুন ধান ঘরে তুলতে পারবো।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ৯ হাজার ৩৩০ হেক্টর জমিতে রোপা আমনের চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। শ্রাবন মাসের প্রথম থেকে চারা রোপন শুরু হয়ে চলবে ভাদ্র মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।