টাংগাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ আজাদ মিয়া,
নাগরপুর প্রতিনিধিঃ
রাখব নিস্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি, নিজের জমির রাখাবো খবর খাজনা দিব বছর বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে ভূমি সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা ১১ টার সময় উপজেলা কার্যালয় প্রঙ্গন হতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনাতায়ন চত্বরে সামনে শেষ হয় এবং দিন ব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এরপর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনিরা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমনিরুজ্জামান,কৃষি কর্মকর্তা বি এম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন।
দিনব্যাপী মেলায় ভূমি গ্রাহকদের সেবা প্রদান ও গ্রাহকগণদের হাতে ফুল দিয়ে তাদের কর দিতে উৎসাহ প্রদান করেন ।
