ফাইনালে বাংলাদেশ, নিশ্চিত করলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দল তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় সেমি ফাইনালে। সেমিতে সালমা খাতুনের দলটির প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে ৪ উইকেটের জয়ে টাইগ্রেসরা নিশ্চিত করলো ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের টিকিট।
ডান্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে আইরিশ মেয়েরা ২০ ওভারে অলআউট হওয়ার আগে করে ৮৫ রান। জবাবে, বাংলাদেশ ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৮৬ রান।
আইরিশদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন দলপদি ডিলানি। এছাড়া, ২৫ রান আসে রিচার্ডসনের ব্যাট থেকে। ১০ রান করেন প্রেনডারগাস্ট। ফাহিমা খাতুন ৪ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান জাহানারা, নাহিদা, সালমা, রিতু মনি।
৮৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার মুর্শিদা খাতুন ১৫ বলে করেন ১৩ রান। আয়েশা রহমান ৭, নিগার সুলতানা ১ রান করে বিদায় নেন। ফারজানা হক (২), ফাহিমা খাতুন (০) বেশিদূর যেতে পারেননি। একপ্রান্তে দাঁড়িয়ে সানজিদা ইসলাম দলকে টানতে থাকেন। রিতু মনি রানআউট হওয়ার আগে করেন ১৫ রান। সানজিদা ৩৭ বলে তিনটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৩২ রান। জাহানারা ৬ রানে অপরাজিত থাকেন।
বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে, যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরে রিজার্ভ ডে’তে গড়িয়েছিল। নিজেদের প্রথম ম্যাচের আগেই টাইগ্রেসদের তাই নামতে হয় দ্বিতীয় ম্যাচে। যেখানে সালমা খাতুনের দলটি যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়। আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র ৪৬ রানে অলআউট হয়। বাংলাদেশের সুযোগ ছিল বিনা উইকেটে জেতার। জয়ের কাছে থাকাকালীন দুটি উইকেট হারালেও টাইগাররা ৮.২ ওভারে জয় তুলে নেয়।
পাপুয়া নিউগিনির বিপক্ষে বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছিল ৬ রানে। আগে ব্যাট করে লাল-সবুজরা ১৬.৩ ওভারে তোলে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান। বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামা না হলে পাপুয়া নিউগিনির লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৫৯। দলটি ৫ উইকেট হারিয়ে তোলে ৫২ রান। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে জেতে ১৩ রানে। স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। বৃষ্টিতে ইনিংস না বাড়লে স্বাগতিকদের জন্য টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৬৩। ৬ উইকেটে ৪৯ রান করলে স্কটিশদের ইনিংস থেমে যায়।
