3:27 AM, 13 November, 2025

বরগুনায় পিতাকে বন্দুক ঠেকিয়ে হত্যার চেষ্টার অভিযোগে পুত্র গ্রেফতার

IMG_20190905_123119
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা চরকলোনী এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আজাহার আলীকে বন্দুক তাক করে হত্যার চেষ্টার অভিযোগে তার ছেলে রিপন হাজীকে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়।
রিপন পৌর শহরের চরকলোণী এলাকার বাসিন্দা বরগুনা সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলীর ছেলে।
মামলা় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ আজহার আলীর সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এক পর্যায়ে আজহার আলীর বাড়ির নাম পরিবর্তন করে তার ছেলের নামে নামকরণ করা হয়। এতে আজহার আলীর সম্মতি ছিল না। এ নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে পারিবারিক বৈঠকের এক পর্যায়ে রিপন হাজী উত্তেজিত হয়ে তার বাবাকে লাঞ্ছিত করে এবং বন্দুক লোড করে তার দিকে তাক করেন।
বুধবার সকালে আজার আলী বরগুনা থানায় তার ছেলে রিপন এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার পরপরই রিপন কে গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বুধবার সকালে আজহার আলী তার ছেলে রিপনের বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ এনে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করাহলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।