গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা শহরের পৌরসভাস্থ আদর্শপাড়ায় বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আজ ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে কনক কুমার দাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কনক ওই এলাকার কমল চন্দ্র দাসের ছেলে এবং গাইবান্ধা পিটিআই প্রশিক্ষণ বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর কনক তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ি সংলগ্ন বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় হঠাৎ করে কনক পানিতে তলিয়ে যায়। পরে তার ছোট বোনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কনকের লাশ উদ্ধার করে। গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
