শরীয়তপুরে ইউনিয়ন আ’লীগ সভাপতির বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান হোসেন দেওয়ানের বিরুদ্ধে এক দরিদ্র বিধবার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
এ নিয়ে ভুক্তভোগী ওই পরিবার সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশ এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী ওই বিধবা নারী সালেহা বেগম (৬০) কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন এলাকার মৃত খাজ মোহম্মদ বেপারির স্ত্রী।
এছাড়া ওই ইউপি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে একই এলাকার বাসিন্দা আজিজুল বাঘ, হাবিবুর রহমান সরদার ও ইদ্রিস খালাসীসহ কয়েকজনের সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরাঞ্চল পদ্মা নদীর মাঝে অবস্থিত কাচিকাটা ইউনিয়ন। এই ইউনিয়নের শিবসেন এলাকার বাসিন্দা খাজ মোহম্মদ বেপারি ৩৪ বছর আগে তার স্ত্রী সালেহা বেগম ও ৭ মাস বয়সী একমাত্র ছেলে ওছমান গণিকে রেখে মারা যান। এরপর থেকে সালেহা বেগম বিভিন্ন বাড়িতে ও ক্ষেতে খামারে কাজ করে সংসার চালায়। অন্যের বাড়িতে কাজ করে কিছু উপার্জিত অর্থ দিয়ে স্থানীয় ইউনিয়নের শিবসেন মৌজার ১৮৩নং খতিয়ানের ৬৮৬ ও ৭৪৪ দাগে ৮৫ শতাংশ জমিসহ অন্যান্য দাগে আরো কিছু জমি ক্রয় করেন। বিগত ২৫ বছর ধরে এসব জমিতে চাষাবাদ করেই সংসার চলছিল সালেহা বেগমের। কিন্তু ৭ বছর আগে কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান হোসেন দেওয়ান জোরপূর্বক সালেহা বেগমের ওই ৮৫ শতাংশ জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ ওঠে।
সালেহা বেগম অভিযোগ করে বলেন, ৭ বছর আগে ইমান দেওয়ান আমার ৮৫ শতাংশ জমি দখল করে নিয়েছে। এখন আমি যে বাড়িতে থাকি সেটুকুও দখলের চেষ্টা করছে। তাদের ভয়ে আমার একমাত্র ছেলে বাড়িতে থাকতে পারছে না। আদালতে রেকর্ড সংশোধনী মামলা করে আমি এ জমির রায় পেয়ে বসবাস করছি।
স্থানীয় বাসিন্দা আজিজুল বাঘ ও ইদ্রিস খালাসী অভিযোগ, শুধু সালেহা বেগমই নয়। আরো ৪ পরিবারের মোট ৪ একর ৯০ শতাংশ জমি ইমান দেওয়ান দখল করেছে।
এদিকে, আওয়ামী লীগ সভাপতি ইমান হোসেন দেওয়ান দখলের এসব অভিযোগ মিথ্যা দাবি করে তার জমির সকল কাগজপত্র রয়েছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জমি সংক্রন্ত একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
