অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় হাসপাতালের সামনে সিপিবির বিক্ষোভ অবস্থান

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা আধুনিক হাসপাতালের অনিয়ম দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে ১ সেপ্টেম্বর রবিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন অফিস কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করা হয়। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী,দারিয়াপুর অ ল কমিটির সভাপতি গুল বদন সরকার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গাইবান্ধা আধুনিক হাসপাতালসহ পুরা জেলার স্বাস্থ্যা সেবা অনিশ্চিত হয়ে পড়েছে। গাইবান্ধা আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতাল ঘোষণা করা হলেও এখন ১০০ শয্যার হাসপাতালের ডাক্তারসহ জনবল কাঠামোই নেই। বক্তারা এসময় অভিযোগ করে বলেন, গাইবান্ধা আধুনিক হাসপাতালকে ঘিরে এক ধরণের সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। যারা হাসপাতালের ঔষধসহ চিকিৎসা সেবা নিয়ন্ত্রণ করছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে নিরহ মানুষকে। এই অবস্থায় অনিয়ম অব্যবস্থাপণার দায় হাসপাতালের তত্ত¡াবধায়কের ্উপর চাপিয়ে সিভিল সার্জন নিশ্চুপ বসে থাকতে পারেন না। বক্তারা অবিলন্বে গাইবান্ধা আধুনিক হাসপাতালসহ পুরা জেলার স্বাস্থ্য সেবার মান উন্নত করা না হলে জনগণকে সাথে নিয়ে আগামিতে বৃহত্তর আন্দোলন কর্মসুচী ঘোষণা করার কথা জানান।
