গণমাধ্যমে কথাবলা বা বক্তব্য না দেওয়ার শর্তে জামিন পেল মিন্নি

বরগুনা সংবাদদাতাঃ বরগুনার কলেজগেটে প্রকাশ্যে দিবালোকে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দুই শর্তে জামিন দিয়েছে হাইকোর্ট। প্রথম শর্ত মিন্নি গণমাধ্যমের সাথে কথা বলতে পারবেনা, আর দ্বিতীয় শর্ত তাকে তার বাবার জিমে থাকতে হবে।
হাইকোর্টের বিচারপতি এন. ইনায়েতুল রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে থাকা অবস্থায় গণমাধ্যম এর সাথে কথা বললে তার জামিন বাতিল করা হবে বলে আদ্শে উল্লেখ করেছেন আদালত।
মিন্নিকে কেন জামিন দেয়া হবে না- এমন রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত রেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। মিন্নির জামিন প্রশ্নের জারি করা রুলের শুনানি শেষে এসব আদেশ এলো।
এর আগে বুধবার (২৮ আগস্ট) তার জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। বুধবার আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সারোয়ার হোসাইন বাপ্পী।
এ সময় আদালত কক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।
