নবাবগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার, আটক ৪

এম.এ সাজেদুল ইসলাম (সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ
গতকাল বুধবার দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরাধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকরা জানান- গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রভাত ও আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর-গোবিদগঞ্জ মহাসড়কে মতিহারা বাজারের পূর্ব পার্শ্বে রাস্তায় ভুট্টা ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৪-৪৭২৫) ভুট্টার বস্তায় বিশেষ কায়দায় ৩শ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। পুলিশ নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জয়দেবপুর গ্রামের রাজা মিয়ার পুত্র বেলাল হোসন(২২) ও বিরামপুর উপজেলার কোটলা বনিপুর গ্রামের হবিবর রহমানের পুত্র আনিছুর রহমান(১৯)’কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। অপরদিকে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভাদুরিয়া ইউনিয়নের নয়ানি জোমিরা গ্রামের মৃত খিজির উদ্দিনের পুত্র আজিমুদ্দিন(৪২)’কে ১৪ পিস ইয়াবাসহ ভাদুরিয়া গ্রামের আঃ সাত্তারের পুত্র আনিছুর রহমান(৪২)’কে ১২ পিস ইয়াবাসহ মাদক মামলায় আটক দেখিয় জেল হাজতে প্রেরণ করেছে। থানা অফিসার ইনচার্জ জানান- সৈয়দ আবু সায়েম পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের দিক নির্দশনায় , সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরামপুর সার্কেল এর নেতৃত্বে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক ও ২৭ পিছ ইয়াবাসহ চার জনকে আটক, জিয়ার পরোয়ানা মূল ২জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের সাথে জড়িত যত বড় রাঘববোয়াল যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না।
