9:58 PM, 12 November, 2025

সবাই‌কে কাঁ‌দি‌য়ে অকা‌লে না ফেরার দে‌শে মোখ‌লেছুর রহমান বিপ্লব

received_440448426557002

নিউজ ডেস্কঃ সবাই‌কে এক‌দিন চির বিদায় নি‌তে হ‌বে কথা‌টি চিরন্তন সত্য। আর এই চির স‌ত্যের সা‌থে তাল মি‌লি‌য়ে অকা‌লে না ফেরার দে‌শে পা‌ড়ি দি‌লেন সবার প্রিয় মোখ‌লেছুর রহমান বিপ্লব। এক রাশ স্বপ্ন নি‌য়ে সাংবা‌দিকতায় এ‌সে‌ছি‌লেন সমা‌জের অন্ধকা‌রের গল্পগু‌লো আ‌লো‌তে রুপান্ত‌রিত কর‌তে দে‌শেরবার্তার কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার বি‌শেষ প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে কাজ ক‌রে‌ছেন অ‌নেক‌দিন। কা‌জের শৃঙ্খলায় বেশ নজর রাখ‌তেন সেই দা‌য়িত্ববান ব্যা‌ক্তি‌টি। যার জন্যই সহকারী বার্তা সম্পাদক হি‌সে‌বেও দা‌য়িত্ব পে‌য়ে যান খুব অল্প সম‌য়ে। শুধু দা‌য়িত্বই নয়, দেশেরবার্তা টো‌য়ে‌ন্টি‌ফোর ডটক‌মের প‌রিচালনা পর্ষ‌দেও জায়গা ক‌রে‌ নেন তি‌নি। সাংবা‌দিকতা জীব‌নের পাশাপা‌শি ষো‌লোআনা ফাউন্ডেশন কি‌শোরগঞ্জ শাখার অর্থ সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্বরত ছি‌লেন। কিছু স্বপ্নবাজ ও একগুচ্ছ স্বপ্ন নি‌য়ে গ‌ড়ে তু‌লে‌ছেন স্বপ্ননীড় একা‌ডে‌মি। সব‌কিছু‌তেই অবদা‌নের কথা ব‌লে শেষ করা যা‌বে না। আর হঠাৎ ক‌রে গত রাত অকা‌লে সবাইকে কাঁ‌দি‌য়ে পা‌ড়ি জ‌মি‌য়ে‌ছেন না ফেরার দে‌শে।
মোখ‌লেছুর রহমা‌নের প‌রিবারে বর্তমা‌নে তার মা ও এক ভাই এক বো‌ন র‌য়ে‌ছে।

আজ যেন শুধু এক‌টি মানুষ‌কে হারালাম না হা‌রি‌য়ে ফে‌লে‌ছি কিছু স্বপ্ন, কিছু সাহস, এক কথায় এক‌টি বড় পিলার।

তার মৃত্যু‌তে দে‌শেরবার্তা প‌রিবার গ‌ভীরভা‌বে শোকাহত।