12:34 AM, 13 November, 2025

নজরুল স্বরণে কবিতাঃ কাব্যের ফুল

nazrul-750x430
কাব্যের ফুল
—-মাসুম বিল্লাহ্
হে নজরুল,
তুমি কাব্যের ফুল,
তোমার সুবাসে মশগুল
বঙ্গ কাব্যিক বুলবুল।
গদ্যে পদ্যে ছন্দে গানে
ফুটেছো তুমি বাঙ্গালীর প্রাণে।
দেখিয়েছ তুমি আলোর পথ
লিখে কবিতা হামদ নাত।
তুমি গেয়েছো সাম্যের গান
গেয়েছো স্বাধীনতার গান।
তুমি লিখেছো দেশের কবিতা
লিখেছো ভালবাসার কবিতা।
তুমি লিখেছো দুঃখের কবিতা
লিখেছো নারী ও শিশুর কবিতা।
তোমার কাব্য চর্চায় জাগ্রত জাতি
সচল দেশ ও মানুষের গতি।
তুমি আছো প্রত্যেকটি বাঙ্গালীর হৃদয়,
তোমার কাব্য শুধু বাংলা নয়
বিশ্ব হবে জয়।
তুমি নজরুল কাব্যের ফুল,
তুমি নজরুল কবি কুলের মূল।