1:59 AM, 13 November, 2025

কিশোরগঞ্জে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

IMG_20190826_205908
মো. স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের  হোসেনপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। এদের মধ্যে মো. মিজানুর রহমান রমজান (আনারস প্রতীক) ৩৭৪ ভোটে ১ম, মো. রিটন কাঁড়ার (ছাতা প্রতীক) ৩০৬ ভোটে ২য়, মো. গোলাপ মিয়া (হাঁস প্রতীক) ২৯৪ ভোটে ৩য়, মো. মিনহাজ উদ্দিন (চেয়ার প্রতীক) ২৮১ ভোটে ৪র্থ নির্বাচিত হয়েছেন। এছাড়াও গোলাম মোস্তফা (ফুটবল প্রতীক) ২৩৫ ভোটে অকৃতকার্য হয়েছেন।

হোসেনপুর থানার ওসির নেতৃত্বে আইন শৃংঙ্খলার দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় গ্রাম্য পুলিশ সহ বিদ্যালয় কর্তৃপক্ষ।

গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মো. আব্দুল কাইয়্যুম খান বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আমি অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানাই।