বরগুনা আমতলী থেকে ১১ টি চোরাই গরু উদ্ধার

এইচ এম রাসেল
আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শনিবার রাতে চোরাই সন্দেহে ১১টি গরু উদ্ধার করেছে এলাকাবাসী। পরে এলাকাবাসী আমতলী থানা পুলিশকে খবর দিলে দ্রুত উপস্থিত হয়ে হেফাজতে নেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১১ টি গরু খোলা অবস্থা দেখতে পায় স্থানীয়রা। পরে আমতলী থানা পুলিশকে খবর দিলে, আমতলী থানার এসআই ইমনসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত গরুগুলো স্থানীয় চৌকিদার তৈয়ব আলীর জিম্মায় রেখে আসেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত কিন্তু গরুর মালিকে খুঁজে পাওয়া যায়নি।
গরু উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, গরুটি সন্দেহমূলক ভাবে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সাধারণ ডায়েরি করে গরু গুলোর তালিকা আদালতে পাঠানো হয়েছে। গরুর প্রকৃত মালিক পেলে আদালতের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
