8:05 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে গাছের সাথে তাজ পরিবহন কোচের  ধাক্কা, নিহত ১ আহত ১০

FB_IMG_1566619131065
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  
শনিবার (২৪ আগস্ট) সকাল ৬:৩০ মিনিটে
ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে তাজ পরিবহন নামে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০জন। নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৪), তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি নৈশ কোচের হেলপার ছিলেন।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
 ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগনাথপুর বি-আখড়া স্কুলের  সামনে  দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়  ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন সদর উপজেলার জগন্নাথপুর বি-আখড়া স্কুলের সন্নিকটে জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছালে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে যাত্রীবাহী কোচটি উল্টে গেলে ১০ জন যাত্রী  আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোচের সহকারি হেলপার ইউসুফ (৩৪)মারা যান।ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।