2:01 AM, 13 November, 2025

নবাবগঞ্জে বাশ ঝাড় থেকে লাশ উদ্ধার

56910130_714786118924008_2584647572828192768_n

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ই্উনিয়নের হেয়াতপুর গামে মূত করতোয়া নদীর পাড়ের বাশঝাড় থেকে মঙ্গলবার দুপুর ২টায় মূত বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হকের মূত দেহ পাওয়া যায়।
এ ব্যাপারে দাউদপুর ইউনিয়নের ৫ নং ওয়াওর্ডও মেম্বার মোঃ আহাদ আলী বলেন, মূত আজজিুল হক পার্শ্ববর্তী ঈশ্বরপুর গ্রামের মূত বাচ্চু মিয়ার ছেলে ।
পরিবার সূত্রে জানা যায় আজিজুল গত সমবার বিকেলে দাউদপুর হাটের উদ্দ্যেশ্য বিকেলে বাড়িথেকে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে বিভিন্ন জায়গায় খোজা খুজি করেও পাওয়া যায় নি। আজ মঙ্গলবার দুপুরে খবর পাই যে আজিজুল হক হেয়াতপুরের বাশঝাড়ে লাশ পড়ে আছে।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা ও সি সুভ্রত কুমার সরকার জানান, ইউডি মামলা করা হয়েছে , লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।