গাইবান্ধায় ট্রেনে নিরাপদ যাত্রার জন্য ছাদ থেকে যাত্রীকে নামিয়ে খালি আসনে বসান হলো

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা ও সদর থানা পুলিশের হস্তক্ষেপে যে কোন ধরণে বড় দূর্ঘটনায় বাচলো প্রায় ২ হাজার প্রান ট্রেনে ভ্রমন নিরাপত্তার কথা চিন্তা করে আজ দুপুর ১২ টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে প্রায় ২ হাজার যাত্রীকে নামানো হয়। একারণে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়। পরে ওইসব যাত্রীকে ভিতরে খালি আসনে বসিয়ে দেয়া হয়। এছাড়া যারা আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে আসন পাননি তাদেরকে পরবর্তী ঈদ স্পেশাল ও রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রার ব্যবস্থা করে দেয় গাইবান্ধা জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন মাষ্টার আবুল কাশেম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার, তদন্ত ওসি মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স।
