2:19 AM, 13 November, 2025

বীরগঞ্জের মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে ঝড়-বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে ক্লাশ করছেন শিক্ষার্থীরা

IMG_0023-1
মোঃ তোফাজ্জল হায়দার,
বীরগঞ্জ  প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সাতশতাধিক শিক্ষার্থীর হওয়ায় ক্লাশ রুম ও বেঞ্চের সংকটের কারণে শিক্ষার্থীদের ঝড়-বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে বাধ্য হয়ে ক্লাশ করতে হচ্ছে।
অপর একটি সূত্র থেকে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সলেমান আলী ও প্রধান শিক্ষক মোঃ রোকুনুজ্জামান চৌধুরী মিঠু বিদ্যালয়ের উন্নয়নের নামে শিক্ষার্থীদের নিকট থেকে যে টাকা নেওয়া হয় তা উন্নয়ন খাতে খরচ না করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। সে কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়-বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে।
গত রবিবার অবৈধভাবে বিদ্যালয় ক্যাম্পাসের ১৩টি বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির গাছ ৩ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করলে কাঠুরিয়া কাঠ ব্যবসায়ীরা গাছ কেটে স’মিলে নিয়ে গেলে এবিষয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী মোঃ ইয়ামিন হোসেন স’মিল থেকে কাঠ গুলো উদ্ধার করে মরিচা ইউনিয়ন ভূমি উন্নয়ন অফিসে নিয়ে আসেন। এব্যাপারে অভিভাবক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।