নাগরপুরে মাদক ব্যবসায়ী মনিয়ার গ্রেফতার

আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ১০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মনিয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার আগত গয়হাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে ওই ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি সহ একাধিক মামলার আসামী মনিয়ার দীর্ঘ দিন ধরে নাগরপুর উপজেলা সহ পাশর্^বর্তী চৌহালী ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় একক ভাবে প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতে নাতে আটক করতে পারলেও ক্রেতা দুইজন পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
