1:24 PM, 13 November, 2025

বিশ্বনেতাদের নীরবতায় ইমরানের ক্ষোভ, হুঁশিয়ারি

23-28-110x75

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে নৃতাত্ত্বিক গণহত্যার ঘটনা ঘটে, তবে এর মারাত্মক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। তার এ হুঁশিয়ারির পাশাপাশি গতকাল শুক্রবার টানা তৃতীয় দিনের মতো ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

এদিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করার পর থেকেই একের পর এক মন্তব্য ছুড়ে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছেন তিনি।

চরম উত্তেজনার বিষয়ে কথা ও কাজের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার টুইটারে ইমরান লেখেন, ‘আইওকেতে (ভারতশাসিত কাশ্মীরে) ১২ দিন ধরে কারফিউ, আগে থেকেই বহুসংখ্যক সেনা মোতায়েন করে রাখা দখলি এলাকায় আরো বাড়তি সেনা উপস্থিত রয়েছে, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন—গুজরাটে মুসলিমদের বিরুদ্ধে (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদির নৃতাত্ত্বিক গণহত্যার উদাহরণ তো আছেই।’

তিনি আরও লেখেন, ‘সেব্রেনিৎসার গণহত্যার মতো আরেকটা ঘটনা এবং আইওকেতে মুসলিমদের বিরুদ্ধে নৃতাত্ত্বিক গণহত্যা কি বিশ্ব চুপচাপ দেখে যাবে? আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি সতর্ক করে দিচ্ছি, তারা যদি এ ধরনের ঘটনা ঘটতে দেয়, এর পরিণতি এবং মুসলিম বিশ্বে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক, ছড়িয়ে পড়বে মৌলবাদ ও সহিসংতা।’

ভারতীয় কূটনীতিককে তলব, কাশ্মীর ইস্যুতে চির বৈরী দুই প্রতিবেশীর চরম উত্তেজনার মধ্যে গতকাল ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানের অভিযোগ, কোনো রকম উসকানি ছাড়াই ভারত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) অস্ত্রবিরতি চুক্তি ভেঙেছে। ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল। একই অভিযোগ তুলে এর আগে গত বুধবার, এমনকি বৃহস্পতিবারেও তাকে ডেকে পাঠিয়ে নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

এর মধ্যে গতকাল পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তবর্তী বাত্তাল শহরে ভারতীয় সেনাদের গুলিতে আরেক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আগের দিন বৃহস্পতিবার পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের তিন সেনা সদস্য ও দুজন সাধারণ মানুষ নিহত হয়েছে।