5:19 PM, 13 November, 2025

ক্ষতিগ্রস্তদের বাসস্থানের ব্যবস্থা করা হবে : মেয়র আতিকুল

untitled-1_5243

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা, আহার ও বাসস্থানসহ সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।’ শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই এ বস্তিবাসীর জন্য বাউনিয়া বাঁধে ফ্ল্যাট নির্মাণ করেছেন। তাদের সেখানে যাওয়ার কথা।’

আগুনের ঘটনা নাশকতা কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে কেউ আগুন লাগিয়ে নাশকতা করেছে, এমনটা মনে হচ্ছে না।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা প্রদান করা অন্যতম কাজ। তাছাড়া যাদের ঘর-বাড়ি পুড়ে গেছে, তারা জানেন না এখন বা আগামীকাল তারা কি খাবেন, কোথায় থাকবেন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য চিকিৎসা, আহার, বাসস্থান সব ধরনের সহযোগিতা প্রদান করবে সিটি কর্পোরেশন।’

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার চলন্তিকার মোড়ে একটি বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।