5:16 PM, 13 November, 2025

নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ppp-715x400
এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকেঃ
দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, থানা অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার মিডিয়া কর্মী প্রমূখ।