কিশোরগঞ্জে জাতিয় শোক দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ ১৫ আগস্ট বৃহঃবার কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ মর্যাদার মাধ্যমে পালিত হয়েছে৷
এ উপলক্ষে সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে এক শোক র্যালির আয়োজন করা হয়৷ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে এসে শেষ হয়৷ কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটরিয়াম হল রুমে জেলা প্রশাসক জনাব সারওয়ার মুর্শেদ চৌধরীর সভাপতিত্বে জাতীয় শোক দিবস -২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
তাঁরা বক্তব্যের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃৃৃৃন্দ প্রমূখ৷
